Wednesday, April 17, 2024

প্রত্যয় ভাদুড়ী

বিচার বিবেচনা থেকে সুদুরে থাকা মানুষগুলোই বিবেচনাধীন হয়ে পড়ে।

সাম্প্রতিক কবিতা

কবিতা তুমি বাংলাদেশ

আমি একটি কবিতা লিখবোযে কবিতা পড়ে মানুষ ভাববে তার মুক্তি হয়েছে ।যে কবিতা পড়ে সে ভাববে রাজপথের মাঝ দিয়ে দৃঢ় পায়ে হাটছেআমি সেই কবিতাটি লিখবযার শুরু থেকে শেষ অবধি কোন দাড়ি-কমা থাকবে না,যেন মানুষের মন থেমে না যায়।যার শুরু থেকে শেষ অবধি কোন রক্ত নদী থাকে না,যেন...

সাজাবো তোমায়

কতদিন চোখে পড়েনি কাজল মাথায় দেইনি টায়ড়ানিজেকে রাঙ্গা সাজে সাজুয়া করিনি,গলায় পুতিমালা দিতে গিয়েও দিলেম না ;তারা বাক্সবন্দী হয়েই শোভা পাচ্ছে আলমিরাতে।গায়ে আতর পড়েনি কতকাল,হয়তো তলানি পড়ে গেছে ;সুবাস মরে গেছে ।পাউডার গুলো যেমন ছিল তেমনি রয়েছে ,তবে সোঁদা সোঁদা গন্ধ মাতাল করে তুলেছে পুরো আলমিরা ।কপালের...

শান্তি বহি

আমি ভোরের পাখি হবআমি রাতের ঘুম হবমানুষেরে হাসাবো আমিকষ্ট কাড়ি লবোপাখি চক্ষুসম চঞ্চল হবতব প্রাণ রাখো ভবমিনতি আজ বন্ধন ছেঁড়ডানা মেলে প্রণয় খুজিবোআমি পূজীবো তাহারেকরো শান্ত যাহারেমুক্ত হবি রাঙা বাহারেনচেৎ কষ্ট স’বি আহারেভৎসি সখা তোমার সনেস্থবির হবি রক্ত রণেশান্তিশূল আকাশ পানেশূল হানি জনে জনে।।

তুমি সুন্দর

তোমার মতো সুন্দর যদি হতেমতবে তুমি হয়ে তোমার কথা ভাবতেম না।আমার মত মলিনবদনে বসে কাঁদতাম না।যদি তুমি হতেমমায়া ভরা হাসি টাকে লুকিয়ে রাখতেম।তুমি হলে হয়তো তোমার মত অহংকারী হতেম না।তোমার মত আমি হলে মানুষকে ভালোবাসা দিতে পারতেম,ভালবাসতে নয়।আমি যদি তুমি হতেমআমাকে ছুঁয়ে দেখতে দিতেম।তোমায় ছুঁয়ে দেখার প্রয়াস...

কথোপকথনঃ লুকোতে চাই

-হ্যালো, কি করছো?-কিছু না. কি বলবে বলো না?-কিছু না ।-তবে কেন ফোন করেছ? কি চাও বলতো ?-ভালোবাসা ।-কেন?-তোমায় ভালোবাসি তাই ।-কেন বাসো ?-জানিনা ।-তবে বেসো না ।-কেন? তোমায় ছাড়া বাচবো কি করে ?-জীবন তোমার শুধু। ভবিষ্যতকে দেখেছো ?-না।-তাহলে কেন বললে বাচবেনা ?-দূরদর্শিতা ।-মনের তরঙ্গ টা খুলে দেখো...